প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ২১:৪০
রাজারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে' এই শ্লোগানকে সামনে রাখে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের জনসাধারণের উদ্যোগে রাজারগাঁও বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই ২০২৫) আসর নামাজের পর বাজারের কেন্দ্রীয় ঈদগাহ থেকে মিছিলটি শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার ব্রিজের উপরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমরা আগামী প্রজন্মের দিকে তাকিয়ে শত কষ্ট হলেও মাদকের বিরুদ্ধে অবস্থান নেবো ইনশাআল্লাহ।
সমাবেশে বক্তব্য রাখেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, ইউপি সদস্য মো. সাহাদাত বেপারী, ব্যবসায়ী সাব্বির খান, যুব সমাজের পক্ষে হারিছ আহমেদ খান, শাহরিয়ার মামুন, আমেরিকা প্রবাসী হাফেজ মো. হাবিবুর রহমান ও মাদক ব্যবসায়ীর হাতে আহত মো. উমর পাটোয়ারী।
বিক্ষোভ ও সমাবেশে বাজারের ব্যবসায়ী এবং জনসাধারণ
উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত সপ্তাহে রাজারগাঁও ইউনিয়নে এক যুবক মাদকের টাকার জন্যে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করে এবং মাদক বিক্রি করাতে বাধা দেয়ায় মাদক বিক্রেতাদের আক্রমণে উমর নামে এক যুবক আহত হয়ে এখন চিকিৎসাধী অবস্থায় আছে।