সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০

মৌনতার প্রতিচ্ছবি
আনিস ফারদীন

ক্ষয়হীন তামার অচল পথে অযুত-নিযুত স্বপ্ন

নিঃশ্বাসের অজস্র সবুজ পাহাড় জমে এ বুকে

হৃদয়ের ব্যালকনিতে দাঁড়ায় ব্যঞ্জনার কবিতারা।

বাহারি ফুলের স্নিগ্ধতায় আচ্ছন্ন রঙিন প্রজাপতিরা

তৃষ্ণার্ত ইশারায় অভ্যর্থনার পেয়ালায় ঠোঁটের চুমুক

প্রেমাসক্ত শিশিরের মুগ্ধতায় অবাধ্য যাযাবর প্রেমিক।

নির্মল কুয়াশায় পা ভিজিয়ে নেয় স্বপ্নের পথিক

তরঙ্গের সুস্থির নৌকায় ভর করে এগোয় যতসব স্বপ্ন

সময়ের প্রতিচ্ছবি ধরা দেয় জীবনের পরতে পরতে।

নিয়ন আলোয় স্বপ্নের প্রতিচ্ছবি, জীবনের স্নিগ্ধ গল্প

অলিন্দ নিলয়ের উন্মাদ প্রশ্বাসে, ডাকবাক্সের হলুদ খামে

আঙুলের কারসাজিতে একাকার যেনো মৌনতার প্রতিচ্ছবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়