মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০

ঝড়বৃষ্টির রাত
অনলাইন ডেস্ক

তীব্র বাতাসের রেশ কাটিয়ে

সময় সুযোগ বুঝে এক এক করে

পতনশীল বৃষ্টি কণার শীতল প্রশ্বাস

এই সূচিত সন্ধ্যার সৌন্দর্য প্রকাশ করে।

আকাশের বুকে থেকে থেকে উজ্জ্বল

বিদ্যুতের চমক।

নিস্তব্ধতা বুঝি এই রাতের আলাদা সৌন্দর্য!

লোকে বলে,

ঝড়ের সময় বাহিরে যেতে নেই,

ঝড় মিলিত বৃষ্টির মুখে জানালা খুলতে নেই;

এতে নাকি ক্ষতি হয়, তোশক-বালিশ ভিজে যায়।

টেবিলে রেখা যাওয়া সদ্য পানি শূন্য গ্লাসের

গায়ে জমে যায় বিন্দু বিন্দু পানিকণা!

আমি অবাক বিস্ময়ে তাদের কথা ভাবি,

গতবছরের ঠিক এদিনে আমার সবচেয়ে

প্রিয় চিঠিটা ঝড়ের কবলে পড়ে ভিজেছিল যে-

আজ তার দ্বিতীয় উন্মাদনা আমাকে ভিজিয়ে

শুদ্ধ করে দিয়ে যাবে তো!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়