সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০

শুধু তোমাতেই
অনলাইন ডেস্ক

মগ্ন থাকি শুধু তোমাতেই

ডুবে থাকি তোমার ওই অনুভূতির ছোঁয়াতেই।

তোমাতেই খুঁজে পাই সুখ

কল্পনাতে ভাসে শুধু তোমার ওই মায়াবী মুখ।

যবে থেকে দেখেছি তোমার ওই হাওয়াতে উড়া কেশ

মনে যে জাগতে শুরু করলো প্রেমের রেশ।

যবে থেকে দেখেছি তেমার ওই মায়াবী চোখ

তখন থেকে অনুভবে তব মাঝে পাই সুখ।

বলো না কী মায়ায় দিয়ে আমার মনে দিলে হানা

শুধু তব মাঝেই একাকার আমার সুখ বেদনা।

কী মায়ায় আমার মনে বাঁধলে বাসা

মনেতে জপি যে সারাদিন, তোমাকে পাওয়ার আশা।

তুমিই যে আমার সুখভরা একমাত্র ভালোবাসা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়