সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০

প্রতিচ্ছবি
অনলাইন ডেস্ক

তুমি আমাকে যতো নিঃসঙ্গ ভাবো

আমি ততো তোমার সঙ্গ পাই

আমি তোমার প্রতিচ্ছবির সাথে কথা বলি

তোমার ছবির সাথে কথা বলি

অমানিশায় তোমায় পুরানো কথোপকথনে তাকাই

তুমি যতো বেশি দূরে যাও

আমি ততোই তোমাকে সংগোপনে কাছে পাই।

তুমি যতো আমাকে নিঃসঙ্গ ভাবো

আমি ঢেড় বেশি সঙ্গ পাই

তোমার কণ্ঠ, হাসি, কার্যকলাপ শিমুল তুলার মতো ভাসে

তোমার মুখ, চোখ আমাতে চোখে সেই কবে লেগে গেছে

তোমাকে অপ্রিয় বেদনার মতো যখন তখন পাই

তুমি যতো বেশি দূরে যাও

আমি ততো তোমাকে আমার করে পাই।

একটা ভালোবাসার মাদকতায় তোমাতে ডুবে গেছি

ইদানীং তুমি না থেকেও আমার হয়ে যাও।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়