সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০

শবে বরাত
অনলাইন ডেস্ক

নিশি জেগে পড়বো নামাজ

শবে বরাতের এই রাতে,

সবাই মিলে করবো দোয়া

ছোট-বড় একই সাথে।

সবাই মিলে দুইটি হাত তুলে

করবো মোনাজাত,

তোমার তরে চোখের জলে

কেটে যায় যে রাত।

নামাজ আদায় করবো সব

ছোট-বড় যে সবাই,

নামাজে যাওয়ার সময় যে

বলবো নামাজে যাই।

প্রভুর দ্বারে পড়লে নামাজ

বেশি সওয়াব পায়,

নামাজ শেষে করলে দোয়া

গোনাহ মাফ যে হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়