সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০

শূন্যতা!
অনলাইন ডেস্ক

করি করি করেও তবু

হয় না সাধন করা

মনের মত জীবন আমার

হচ্ছে না যে গড়া!

এমনি করে জীবন আমার

যাচ্ছে যেন চলে

জীবনতরী সাজবে কবে?

যাই যদি সব ফেলে!

না পারার এই বেদনা-

ঠোকর মেরে যায়

সব থেকেও তবুও আমি

ডুবে রই শূন্যতায়!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়