সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

খুকুর বিড়াল পুশি
অনলাইন ডেস্ক

খুকুমণির পুশি বিড়াল

দেখতে খুবই ভালো,

পুশির গায়ে সাদা বর্ণ

মাঝেমধ্যে কালো।

পুশির যখন ক্ষুধা লাগে

পায়ের কাছে ঘোরে,

লেজটা উঁচু করে পুশি

মিঞ মিঞ করে।

খুকুমণির খাওয়ার সময়

পাশে বসে পুশি,

মাছের কাঁটা দিলে পরে

পুশি বেজায় খুশি।

ছোট বড় সকল প্রাণি

মহান রবের সৃষ্টি,

তাদের প্রতি রাখো সবাই

ভালোবাসার দৃষ্টি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়