সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

তোমাতে মগ্ন
অনলাইন ডেস্ক

প্রেম তপস্যাতে সিদ্ধিলাভ

অতঃপর বরফের ন্যায় গলে গলে শীতল মন

প্রণয় উষ্ণতায় হিমালয়সম প্রেম ধরণীর তলে

মত্ত বারে বার অনুক্ষণ প্রতিমূহুর্তে।

স্বর্গীয় মোহনীয় মাধুর্য লীন হয় মনের আঙিনায়

পূর্ণিমার রোশনায় ঝরে পড়ে সকল ভাবনায়

নন্দন কাননে ঊর্বশী অনন্যার প্রফুল্লিত আনাগোনা

স্বয়নে-স্বপনে আর নিশি জাগরণে মগ্ন তমায়।

নিমগ্ন বেঘোরে অন্তরে প্রতিধ্বনিত প্রতিনিয়ত সে নাম

সহস্র বাস্তবতার ভিড়ে কল্পনারা ঠাঁই করে নেয়।

অমলিন সব ধূসর অতীত

তোমার মগ্নতা বারবার এসে ছুঁয়ে যায় রঙিন রঙে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়