সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

আবার বসন্ত
অনলাইন ডেস্ক

বসন্ত সমাগত ফুলে ফুলে অবিরত

অলিদের গুঞ্জন, উন্মুখ দেহমন।

কৃষ্ণচূড়ায় যেনো লেগেছে আগুন,

এই বুঝি এসেছে আবার ফাগুন।

ভালোলাগে ফাল্গুন বসন্ত ভালোবাসি,

ফুলপাখি ভালো লাগে পাহাড়-সমুদ্দুর।

ভালোলাগে জোছনা-পূর্ণিমার হাসি;

নদীর ঐ কলধ্বনি সবুজের হাতছানি-

বড় ভালোলাগে রাখালি বাঁশির সুরে

উদাস দুপুর আর ঝিলমিল রোদ্দুর।

এমন প্রেমের দাম দিও তুমি একটুখানি;

বসন্ত থেকে যাও আমার আকাশজুড়ে।

ফুলতো ফুটবেই কোকিলেরা গাইবে,

জীবনের যতো বসন্ত স্মৃতি হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়