সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০

অপরূপ এই দেশ
অনলাইন ডেস্ক

অপরূপ এই দেশ এই দেশে থাকি

চারদিকে নাচে-গায় অগণিত পাখি।

সবুজের উৎসব লাগে খুব ভালো

সোনালি সূর্যটা ছড়ায় যে আলো।

অপরূপ এই দেশ জননীর মতো

প্রিয় দেশ নিয়ে আর লিখব যে কত?

গাছে গাছে ফুল-ফল মাঠ ঘাট নদী

দিশেহারা হয়ে যাই চোখ রাখি যদি।

অপরূপ এই দেশ ভালোবাসি মাটি

শহিদের এই ভূমি এ যে বড় খাঁটি।

মেঠোপথে হাঁটি আমি লাগে ভালো বেশ

বাংলার কথা লিখে হবে নাতো শেষ।

অপরূপ এই দেশ সুখ ভরা মনে

আড্ডা যে দেই আমি প্রকৃতির সনে।

এই মন ছুটে যায় কৃষকের কাছে

মাঠ ভরা ধান দেখে প্রাণটা যে নাচে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়