মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০

বেলা বয়ে যায়
অনলাইন ডেস্ক

তবু বেলা বয়ে যায়

শূন্যতায় নেই, পূর্ণতায় নেই

ভালোবাসায় নেই, ঘৃণায় নেই

মুগ্ধতায় নেই, বিভোরতায় নেই

ঘোরে নেই, নির্ঘুমে নেই

তবু কেমন করে বেলা বয়ে যায়।

তবু জীবন কেটে যায়

হাসিতে নেই, কান্নায় নেই

কাছে নেই, দূরে নেই

টেলিফোনে নেই, আধুনিক বার্তায় নেই

একলা থাকার দুপুরে নেই, ভরা আড্ডাবাজিতে নেই

স্বপ্নে নেই, জাগরণের ভাবনায় নেই

তাকিয়ে দেখি জীবনযাত্রা একলা একার।

তবু প্রহর কেটে যায়

দুঃসময়ে নেই, সুসময়ে নেই

সাহচর্যে নেই, সান্ত¡নায় নেই

মননে নেই, চোখেও নেই

হাতের মুঠোতে নেই, পাশেও নেই

কথোপকথনে নেই, নীরবতায় নেই

অসীম শূন্যতায় বড্ড একাকি বেলা বয়ে যায়।

মানুষজন নেই, দূরজন নেই, প্রিয়জন নেই

কোথাও কেউ নেই

একাকিত্বে ডুবে গেছি সেই কবে

এই ভাসছি, এই ডুবছি, এই ছুটছি

জীবনযাত্রায় একাকি সুখি আছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়