মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০

মনের মানুষ হই
অনলাইন ডেস্ক

আপনাকে নিয়ে বোনা স্বপ্ন, কল্পনাতেই মানায়

আমি আপনার অযোগ্য প্রেমিক

এ সমাজ চোখে আঙুল দিয়ে জানায়

কল্পনাতেই ছুঁতে পারি, বাস্তবে তা পারছি কই

মাঝে মাঝে নিজেকে নিজেই প্রশ্ন করি

আমি কি আপনার মনের মানুষ হই।

কল্পনাতেও দূরে থাকেন বাস্তবে তো ছুঁতেই মানা

তবে আমি কি প্রেমিক নই

নাকি সবকিছু কাছে না আসার বাহানা

বাস্তবতায় যাচ্ছি পুড়ে কল্পনায় কি শান্তি মেলে

আপনাকে ছুঁতে না পাওয়ার যন্ত্রণাটা

প্রতিনিয়ত আমার সাথে কানামাছি খেলা খেলে।

ধরা-ছোঁয়ার এই খেলাতে পাচ্ছি ছুঁতে কই

হাত বাড়িয়ে চাচ্ছি ছুঁতে বলছি ডেকে আবার

এই আমি কি আপনার মনের মানুষ হই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়