সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০

ভাবনার নোনাকাব্য
অনলাইন ডেস্ক

ভাবনার জলসিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে যুবতী আঁধারে

হৃদয় মিনারে উঠে বেদনার জোনাক পোকারা

থই থই দইঘন আলোনিভা অন্ধকারে জ্বলে;

ঝিঁঝিপোকার কোরাসে উড়ে চলে সারারাত্রি ধরে।

সরব পেঁচার ডাকে ধুকপুক করে ভবিষ্যৎ

থমথমে নিরবতা গায়ে ছমছমে শিহরণ

দূরে শিকারির চোখ রডসের চোখে জ্বলজ্বলে

নিশব্দ ডানায় উড়ে; শিকারের অপেক্ষায় বসে।

হৃদয় জায়নামাজ ভিজে ব্যর্থ প্রার্থনার জলে

সময়ের টিকটিক শীঙার ফুঁৎকারের মতো

বিধ্বস্ত করে পৃথিবী;তখন ধূসর অন্ধকারে

জেগে উঠে মৃতাত্মারা অসীম বিতৃষ্ণার নেকাবে।

জীবন সুন্দর; ঠিক একটি দুপুরের মতোই

পশ্চাতে যার সকাল অগ্রে থাকে অন্ধকার রাত

মূলত আমরা বাঁচি, শ্বাস নেই ভবিতব্য পৃথিবীতে

বর্তমান ডুবে থাকে ভাবনার নোনাকাব্য জলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়