শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মৃত্যু আমায় ডাকে
অনলাইন ডেস্ক

আমি অন্ধকারে থাকতে চাই

এখানে ধুঁকে ধুঁকে মরণ আছে,

জানি সবকিছু;

আলোতেও দেখেছি যে ভালোবাসার

পবিত্রতা নাই, শুধু মৃত্যুর যাতনা আছে।

ভালোবাসায় যদি পবিত্রতা হারায়

সেখানে খাঁটি ভালোবাসা পায় না কেউ;

কেউ পাবে না, পায়নি কখনো।

আমি তাই অন্ধকারে,

অনেকেই অন্ধকারে, ভালোবাসার মাল্য চাই না।

হয়তো বা মরণেও কেউ কাঁদবে না কেউ,

আসবে না হয়তো কেউ ফুল হাতে,

কারো কারো জীবন এমনই হয়।

মৃত্যু আমায় ডাকে,

মৃত্যু তোমায় ডাকে,

মৃত্যু তারে ডাকে,

মৃত্যু সবারে ইডাকে, একদিন শেষ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়