রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ০০:০০

ভালোবাসা ফিরিয়ে দাও
অনলাইন ডেস্ক

কেনো তুমি অভিমানে ফেলে যাও

এতো ভালোবাসা আমি কোথায় লুকাবো

তোমার জন্যে মন পুড়ে কাকে জানাবো

হৃদয়-প্রাচীরে জুড়ে আমাদের স্মৃতি লেগে আছে

আমাদের সমস্ত কথারা আজও ভেসে বেড়ায়

বলো না এই দুঃখ কোথায় জমাবো?

আমি যতোই তোমার থেকে পালাতে চাই

তুমি ততো মুখোমুখি এসে যাও,

তবো তোমার অস্তিত্ব আমাকে বড্ড পোড়ায়

যতোই আমি দূরে যেতে চাই,

তুমি আর তোমার স্মৃতিরা আমায় সুতোর মতো টানে

অগত্যা আমি চোখের জলে তোমায় দেখে যাই।

তবু তোমায় খুব করে বলছি সব অভিমান ভেঙ্গে থেকে যাও

আমি সমস্ত তোমাকে মুখস্ত করে নেবো

সত্যি বলছি নিখুঁতভাবে পড়ে নেবো

তবু তুমি সমস্ত ভালোবাসা ফিরিয়ে নাও

তোমার সমস্ত ভালোবাসা ফিরিয়ে দাও।

* পাঠক ফোরামে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়