রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০

ধ্বনি
অনলাইন ডেস্ক

আকাশ থেকে তারা খসে পড়ে

চন্দ্রকে গিলে খায় কৃষ্ণ

দু চোখজুড়ে রক্তিম আভা

সরলতা জমে হয় বক্রতা।

গ্রীষ্মের তপ্ত দাহের মতো কিংবা

বর্ষার তীব্র আক্ষেপময় শিলার মতো

তীক্ষè শব্দমালা

হৃদয় করে চৌচির।

এরপর অভিমানের পাহাড় উঁচুতর হয়

স্মৃতিগুলো পথে পড়ে রয়

মনের দেয়াল টপকে

দৃষ্টিতে ফিরে না আর

সোনালি সূর্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়