প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০
জন্ম : ১৭ মে ১৯৪৪ কোষ্ঠী মোতাবেক। ১ জুলাই ১৯৪৭ সনদ মোতাবেক। জন্মস্থান : সাহাপুর জমিদার বাড়ি, শাহরাস্তি, চাঁদপুর। মৃত্যু : ১৪ জানুয়ারি ২০১৯। মৃত্যুস্থান : ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল, তিন নম্বর বেড, পুরুষ মেডিসিন ওয়ার্ড, দ্বিতীয় তলা, চাঁদপুর। পিতা : স্বর্গীয় ভূপেশ রায় চৌধুরী। মাতা : স্বর্গীয় রেণুকতা রায় চৌধুরী। ডাকনাম : অঞ্জন। পিতামাতার তৃতীয় সন্তান, দ্বিতীয় জনের অকালপ্রয়াণে তিনিই কালক্রমে দ্বিতীয় হিসেবে পরিগণিত হন।
শিক্ষা : প্রাইমারি-চাঁদপুর কদমতলা প্রাইমারি স্কুল। মাধ্যমিক-ডিএন হাইস্কুল, চাঁদপুর। উচ্চ মাধ্যমিক-ফেনী সরকারি কলেজ এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ। পূর্ব পাকিস্তান রেলওয়েতে যোগদান : ৬ মে ১৯৭০। যুদ্ধত্তোর স্বাধীন বাংলাদেশ রেলওয়েতে যোগদান : ১৯৭২। চাকরি হতে অবসর : ২০০৪। সর্বশেষ পদমর্যাদা : টিটিই (সিনিয়র)। সূচনার পদমর্যাদা : টিসি
কর্মস্থল: লাকসাম, লালমনিরহাট, পার্বতীপুর, রাজশাহী। স্ত্রী : মীরা রায় চৌধুরী। পুত্র : বিপ্লব রায় চৌধুরী। কন্যা : সংগীতা চন্দ। জামাতা : বিজয় চন্দ। পুত্রবধূ : সুবর্ণা দত্ত। পৌত্র : অঙ্গন রায় চৌধুরী। দৌহিত্র : নভোনীল চন্দ। দৌহিত্রী : সিন্ধুনীল চন্দ।
প্রকাশিত গ্রন্থ : ঐতিহাসিক মহান পুরুষ সাধক সর্বানন্দদেব ঠাকুর ও হযরত শাহরাস্তি (রহঃ) চিশতি, বোগদাদীয়া জীবনবৃত্ত, মেহারের ইতিবৃত্ত, আবার ফুটবে হাসি ও মিঠাজলে রূপালি ইলিশ।
পুরস্কার ও সম্মাননা : জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৭, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল প্রদত্ত প্রবীণ কবি সম্মাননা-২০১৭, চতুরঙ্গ ইলিশ উৎসব সম্মাননা, উদীচী সম্মাননা, অনন্যা নাট্যগোষ্ঠী সম্মাননা, মোহনবাঁশি ছড়া উৎসব সম্মাননা-২০১৭, ছায়াবাণী মিডিয়া কমিউনিকেশন সম্মাননা-২০১৭, ফেনী পুবালী সংসদ কর্তৃক গীতিকার-সুরকার সম্মাননা প্রদান।
সাংস্কৃতিক সংগঠন ও সাংগঠনিক পদ-পদবী : বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা-প্রতিষ্ঠাতা ও সভাপতি। সমকাল সুহৃদ সমাবেশ, চাঁদপুর-সভাপতি। চাঁদপুর সাহিত্য একাডেমি-নির্বাহী সদস্য। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সদর উপজেলা-সহ-সভাপতি। নজরুল সংগীত শিল্পী পরিষদ-সহ-সভাপতি। বাংলার মুখ-সহ-সভাপতি, ঐকতান খেলাঘর, চাঁদপুর। উদীচী, চাঁদপুর-সদস্য। চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্র-সদস্য। সরকারি কর্মচারী কল্যাণ সমিতি-সদস্য। টিআইবি-সনাক চাঁদপুর-এর জলবায়ু প্রভাব মোকাবেলা কমিটি-সদস্য। জেলা শিল্পকলা একাডমি, চাঁদপুর-সাবেক সদস্য।
সাংবাদিকতা : ‘মাসিক সরগম’ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি।
নাট্যসংগঠন : অনন্যা নাট্যগোষ্ঠী-বিবেকের অভিনয়। শিশুথিয়েটার-সংগীত পরিচালক।
সংগীত : বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে সংগীতশিল্পী হিসেবে আমন্ত্রণ। সংগীত নিকেতন, চাঁদপুরের ছাত্র হিসেবে প্রশিক্ষণ গ্রহণ। ১৯৭৭ সালে কুমিল্লা নজরুল পরিষদের আয়োজনে সাধারণ গ্রুপে নজরুল গীতিতে প্রথম এবং উচ্চাঙ্গ সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান বিজয়ী।