প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৪) সম্পন্ন হয়েছে। শুক্রবার সুয়েখ প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর খান পলাশের পরিচালনায় সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন, সহ-সভাপতি আল-আমিন রানা, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেবজু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, প্রচার সম্পাদক মহসিন পারভেস, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আকতার মৌসুমী, দপ্তর সম্পাদক আবু বক্কর পাভেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার, আপ্যায়ন সম্পাদক মোসারফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিসান মাহমুদ, আলোকচিত্র সম্পাদক কাউসার আহমেদ বিহন, ক্রীড়া সম্পাদক শাহ করিম, সাধারণ সদস্য মোহেন আহমেদ, দেবু মজুমদার ও সুমন আহমেদ।
কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ২ লাখ ৮০ হাজার প্রবাসী বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিদের নানা অসঙ্গতি সমস্যা ও সম্ভাবনা কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত-এর সংবাদকর্মীরা।
নির্বাচন কমিশনার জাহাঙ্গীর খান পলাশ বলেন, কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সংবাদকর্মীরা যেভাবে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু ধারায় স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে তাদের নেতৃবৃন্দ নির্বাচিত করেছেন আমি এই দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করি। তাদের এই নির্বাচন প্রক্রিয়া কুয়েতের মাটিতে একটি ইতিহাস হয়ে থাকবে। এটি একটি শিক্ষনীয় বটে। সুষ্ঠু ধারায় গণতান্ত্রিকভাবে কীভাবে নির্বাচন করা যায় তারই একটি প্রতিফলন এটি।