প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ০০:০০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : প্রবাসীদের ভাবনা-৭৪
দেশ স্বাধীন হয়েছে, অর্থনীতি স্বাধীন হয়নি! : ফাহাদ হোসেন ফরহাদ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি এলাকার মোঃ ফাহাদ হোসেন ফরহাদ। দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে রয়েছেন। সম্প্রতি তিনি চাঁদপুর কণ্ঠের সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর আলম হৃদয়।
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?
মোঃ ফাহাদ হোসেন ফরহাদ : সৌদি আরবের হাইল প্রদেশে দীর্ঘদিন যাবৎ আছি। পরিবার ও দেশের মানুষকে রেমিটেন্সের মধ্য দিয়ে ভালো রাখার চেষ্টা করছি।
চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কি?
মোঃ ফাহাদ হোসেন ফরহাদ : দেশ স্বাধীন হয়েছে। অর্থনীতি স্বাধীন হয়নি! সমাজ স্বাধীন হয়নি! মানুষের গড় আয়ু বেড়েছে, ইনকাম বেড়েছে, জিনিপত্রের দাম বেড়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মানুষের চাহিদা অনুযায়ী সব কিছুর দাম সাশ্রয়ী থাকা দরকার।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতিণ্ডঅগ্রগতি কতোটুকু হয়েছে?
মোঃ ফাহাদ হোসেন ফরহাদ : আলহামদুলিল্লাহ বর্তমানে প্রবাসী মুদ্রার রেট কমে গেছে। তার ফলে স্বদেশের অনেকটাই উন্নতি হয়েছে। যার আছে সে প্রচুর গহীনে রাখার চেষ্টা করছে। যাদের নেই তারা প্রচুর খিদায় হাহাকার করছে।
চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্টণ্ডবেদনাণ্ডঅতৃপ্তি আছে কি?
মোঃ ফাহাদ হোসেন ফরহাদ : অবশ্যই আমি দেশকে ভালোবাসি, দেশের খেটে খাওয়া মানুষ ও মাটিকে ভালোবাসি। কষ্ট এদেশের আইনণ্ডশৃঙ্খলা বৈশিষ্ট্য কাঠামো নিয়ে। বেদনা নিজে নিজে দহন করার চেষ্টা করি। রাষ্ট্র শৃঙ্খলা যেদিন নিজের বিবেচনায় জাগ্রত হবে সেদিন মনের অতৃপ্তি ঘুচবে।
চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।
মোঃ ফাহাদ হোসেন ফরহাদ : পরকালীন সফলতাই প্রকৃত সফলতা। তথা ক্ষণিকের অর্জিত সফলতা পরকালে কোনো কাজে আসবে না। তাই মানুষের কল্যাণে কাজ করা উচিৎ।