মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

দেবদাস কর্মকারের কবিতা

যতবার আসি কাছে

অনলাইন ডেস্ক
যতবার আসি কাছে

ঘুচে যায় দেবদারু ছায়া বিচূর্ণ মনে আসি কাছে

কাফনে ঢেকেছে যেন দেহ, একটি গুলির সাধ

পাপড়ির মত ক্ষত তারুণ্যের ক্ষোভ খুব করে আছে

নীল মত্ততা উত্তুঙ্গ আলোড়নে সব ভাঙা বাধ।

যতবার আসি কাছে ঠেলে দাও কেন দূরে

এ দেশের মাটি মেখে আমি ও হয়েছি বড়ো

যদি পর মনে করো তবে আমিও দাঁড়াই ঘুরে

যত নিচু করি মাথা তত সংহার কেন করো?

যায় ঘুরে যায় হাওয়া তবু যায় বয়ে এই নিরাকুল নদী

তাড়িয়ে তখোন বলো এ মাটি তোমার নয় ধরো যদি

মন ভেঙে যায় খান খান হয়ে কি কথা বলি যে কারে

মা মাটি মানুষ এক সুরে বাধা সে কথা বুঝাই তারে।

রৌদ্র বিন্দু ওঠে জেগে ভোরে সেখানে তোমাকে পাই

চাপা পড়ে থাকে কতো ইতিহাস হারায়ে হারায়ে শেষে

ধীর লয়ে ডোবে গোধূলির রঙ মেঘ বলে আমি যাই

যত অবহেলা তত ভালোবাসা হয়তো নতুন বেশে।

কতো কিছু ভেবে মুখোমুখি এই ভরহীন অবেলায়

ডোবে জলে মন প্রিয় বাড়িঘর দুর্বার জলোচ্ছ্বাস

প্রতিরোধে বাধি নীলিমায় সুর সুদূর স্বপ্ন চূড়ায়

গ্রীবা ওঠে দুলে তবু কাছে গেলে কেমন সর্বনাশ!

২৩ আগস্ট ২০২৪, ঢাকা, ৮ ভাদ্র ১৪৩১,শরত কাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়