শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০

মিজানুর রহমান রানার মুক্তিযুদ্ধের উপন্যাস : রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন

অনলাইন ডেস্ক
মিজানুর রহমান রানার মুক্তিযুদ্ধের উপন্যাস : রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন

এবারের বইমেলার শেষ দিকে প্রকাশিত হয়েছে মিজানুর রহমান রানার মুক্তিযুদ্ধের উপন্যাস ‘রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন’ বইটি প্রিয় বাংলার প্রকাশনীর ‘প্রিয় চয়েস’ পাণ্ডুলিপি পুরস্কার অর্জন করে সম্পূর্ণ বিনা খরচে প্রকাশিত হয়।

কেন পড়বেন এই উপন্যাস?

চাঁদপুর ও কুমিল্লা অঞ্চলের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ঐতিহ্যের একাংশ নিয়ে রচিত। মুক্তিযুদ্ধের বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী মানুষের সাহসী ও করুণ ইতিহাস এবং বর্তমান অবস্থান। হাজীগঞ্জের রাজাকার বাচ্চুর মুক্তিযুদ্ধকালীন বিতর্কিত কর্মকাণ্ড এবং তার প্রতিশোধ। রুশো নামের একজন সাংবাদিকের দেশের জন্যে কাজ করতে গিয়ে যুদ্ধকালীন সময়ের নির্মম প্রাণদান। এছাড়াও মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বীরাঙ্গনাদের জন্যে নানা উদারতার কথা। দেশের জন্যে কীভাবে কোন্ প্রতিজ্ঞায় মুক্তিযোদ্ধাদের অক্লান্ত জীবন বাজি রেখে কঠিন যুদ্ধ এছাড়াও আরো নানা কাহিনী রয়েছে উপন্যাসটিতে।

ফরিদগঞ্জের একজন মুক্তিযোদ্ধার পিতাকে কীভাবে রাজাকাররা নির্মমভাবে হত্যা করেছিল সেটা জানতে পারবেন। চাঁদপুর বড় স্টেশন মোলহেডে কীভাবে মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ ও নারীদেরকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হতো তা জানতে পারবেন। এছাড়া মুক্তিযুদ্ধকালীন চাঁদপুরের একজন মহীয়সী নারী চিকিৎসকের মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কিত কাহিনী আছে। সর্বোপরি চাঁদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসের বিষয়ে জানতে হলে এই বইটি পড়তে পারেন। আশা করছি অবশ্যই বইটি পড়ে তৃপ্ত হবেন।

বইটি পাওয়া যাচ্ছে রকমারী ডটকম, প্রিয় বাংলা ডট নেট, দারাজ ডট কম, ইত্যাদি শপ ডট কম, বই বাজার ডট কম ও বই পূরণ ডট কমে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়