প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:১১
উজ্জ্বল হোসাইন-এর দুটি কবিতা

উজ্জ্বল হোসাইন শিশুদের ভালোবাসুন
শিশুরা তো ফুলের মতো, কোমল, নরম, স্নিগ্ধ,
তাদের হাসিতে জাগে পৃথিবী, মুছে যায় সব নিঃস্পৃহ।
তারা যে আশা, তারা যে আলো,
তাদের মমতায় ভরে ওঠে ভালোবাসার পালো।তাদের চোখে স্বপ্ন লেখা, অমলিন রঙের ছবি,
তাদের ছোট্ট হৃদয়ে লুকিয়ে আছে জগৎ জুড়ানো সবি।
তাদের পাশে থাকুন, দিন সাহসের ছায়া,
তাদের শৈশব হোক রঙিন, জীবনে যেন না আসে মায়া।তাদের দুষ্টুমিতে লুকিয়ে হাসির রাগ,
তাদের কাঁধে রেখেই জীবন পায় নতুন ভাগ।
তাদের ভালোবাসুন, তাদের গড়তে দিন,
তাদেরই হাতে রচিত হবে আগামী দিনের দিন।শিশুদের দিকে বাড়ান মমতার হাত,
তাদের জীবনে আসুক না কোনো অন্ধ রাত।
তারা যে জাতির আশা, জাতির প্রাণ,
তাদের ভালোবাসুন, এটাই সবার প্রথম কাজের দান।
***
পৃথিবী সাজাই আমরাপৃথিবী সাজাই আমরা রঙিন স্বপ্ন দিয়ে,
স্নেহ, মমতা, ভালোবাসা হৃদয়ে জড়িয়ে।
প্রকৃতির হাত ধরে চলি সবুজ পথে,
জীবনের গান গাই মুক্ত আকাশের নীচে।আমরা রাঙাই পৃথিবী ভালো কাজের ছোঁয়ায়,
দুঃখ দূর করি, আশার আলো ছড়াই।
মানুষের মনে জাগাই শান্তির বীজ,
সহানুভূতির ঢেউয়ে মুছে দিই সব খেজ।নীল আকাশের নীচে সবুজ মাঠে দাঁড়িয়ে,
আমরা স্বপ্ন দেখি এক নতুন দিন গড়িয়ে।
যেখানে নেই ভেদাভেদ, নেই কোনো ক্লেশ,
প্রকৃতির কোলে বয়ে চলে সুখের পরিবেশ।আমরা শিখি একে অপরকে সম্মান দিতে,
সহজ-সরল জীবনে মুগ্ধতা খুঁজতে।
পৃথিবী যে আমাদের সবার এক প্রাণ,
তাকে রক্ষা করাই হোক প্রথম কাজের দান।চলো সবাই মিলে গড়ি এক নতুন দুনিয়া,
যেখানে ভালোবাসা হবে প্রতিদিনের সুরলহিয়া।
পৃথিবী সাজাই আমরা ঐক্যের রঙে,
মানবতার গাঁথায় ভরে দিই এ জীবনসঙ্গে।