শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৫

সরল সমাধি

অনলাইন ডেস্ক
সরল সমাধি

সৌরভ সালেকীন

সরল সমাধি

এই আহত অস্তিত্বের সবশেষে স্বস্তি কখন?

কবেই বা পৃথিবীর পরিচিত মুখগুলো বিলুপ্ত হবে?

এখানে এই জরাজীর্ণ ঘরে,

আমার মুখের ওপর ক্লান্তির ছাপ!

দু-একটা ভয় হতভম্ব দরজার কাছে।

মনে হচ্ছে গণদাওয়াতের প্রতিটি চেয়ারের পেছনে

অতি প্রস্তুত মানুষ দাঁড়িয়ে।

উৎসব থেকে অব্যক্ত অপমান গ্রহণ করে

বেঁচে আছি যুগের পর যুগ।

আমি এক শিশু মানব প্রায়শই চিন্তিত উৎসুক!

পথের পর পথ পাড়ি দিয়ে ভাবি,

‘ফুলহীন, পাথরহীন, সহজ সমাধিস্থলের খবর রাখে ক’জন?’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়