সোমবার, ১২ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

আলুর প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও যন্ত্রপাতি বিতরণ

প্রকাশ : ১২ মে ২০২৫, ২০:২৮

আলুর প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও যন্ত্রপাতি বিতরণ
কৃষি বিপণন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় আলুর প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও অন্যরা।
নিজস্ব প্রতিবেদক

কৃষি বিপণন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় আলুর প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী এবং উদ্যোক্তাদের মাঝে যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে ২০২৫) চাঁদপুর রোটারী ভবনের সেমিনার কক্ষে ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে আলুর প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা ও যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে কৃষি বিপণন অধিদপ্তর, চাঁদপুরের কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো. আনোয়ারুল হক, প্রকল্প পরিচালক, আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন, উপ-পরিচালক (উপসচিব), কৃষি বিপণন অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ।

উপস্থিত উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়কে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি মো. আনোয়ারুল হক বলেন, বর্তমান সময়ে বিশ্বের দরবারে নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকা সর্বাধিক লক্ষ্যণীয়। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। দেশে জনসংখ্যায় পুরুষের চেয়েও নারীর সংখ্যা বেশি। আর তাই নারীর আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। বর্তমান সময়ে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। দেশের এমন কোনো কর্মক্ষেত্র নেই যেখানে নারীদের পদচারণা লক্ষ্য করা যায় না। পুরুষের পাশাপাশি প্রতিটি পর্যায়ে নারী স্বমহিমায় কর্মদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের দক্ষ এবং প্রশিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে।

চাঁদপুরের নারী সংগঠন 'বিজয়ী' নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. আশিক খান, সবাই মিলে নারী উন্নয়ন সংস্থা-এর ফাউন্ডার তানিয়া ইসলাম, অনন্যা নারী উন্নয়ন সংস্থার সভাপতি রাবেয়া আক্তার, নবারুণ মহিলা সংস্থার সভাপতি শামীমা নাসরিনসহ কর্মকর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়