রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১৮

আমার প্রিয় লেখক ‘আহমদ ছফা’

জি. এম. ইশতিয়াক মাহমুদ
আমার প্রিয় লেখক ‘আহমদ ছফা’

আহমদ ছফা একাধারে নির্ভীক, প্রতিবাদী, আপসহীন, জীবনবাদী এবং সমাজ-সচেতন এক লেখকসত্তা। সাহিত্যের বহুমুখী শাখায় তাঁর সফল পদচারণ। বিংশ শতাব্দীর ছয় দশকের সমাপ্তিকালে বাংলা সাহিত্যে আবির্ভূত হয়ে তিনি সক্ষম হয়েছিলেন স্বতন্ত্র একটি আসন স্থাপন করে নিতে। স্বাধীনতা-পূর্ব এবং স্বাধীনতা-উত্তর বাংলা সাহিত্যে রচনায় তাঁর অবদান অনস্বীকার্য, তিনি দুর্দান্ত। বাংলাসাহিত্যে তার বিচরণের কথাগুলো বাক্যলিপিতে ফুটিয়ে তুলবার আগে এই গুরুত্বপূর্ণ ব্যক্তির সংক্ষিপ্ত পরিচয়টুকু পাঠককে জানিয়ে দিতে চাই। যদিও তাঁর পরিচয় আলাদাভাবে উপস্থাপনের প্রয়োজন পরে না তবুও আমি লেখছি। লেখছি এই কারণে যে, আগামী প্রজন্মের একজন নতুন পাঠক, যে কিনা আহমদ ছফা সম্পর্কে জানে না কিংবা জানবার সুযোগ হয়নি, এমন কারোর হাতে যদি আমি ক্ষুদ্রজনের এই রচনাটি পৌঁছে যায় তাহলে তাদের কাছে যেনো একজন আহমদ ছফার কথা অন্তত কিছু জানাতে পারি।

আহমদ ছফা সাহিত্যে সমাজের জন্য এক স্ফুলিঙ্গ ছিলেন। তাঁর জন্ম চট্টগ্রামের গাছবাড়িয়ায়। তৎকালীন এক কৃষক পরিবারে তাঁর জন্ম। সাহিত্যের এই নক্ষত্র জ্বলে উঠেছিলেন বাংলাদেশের গ্রাম সমাজের বুক থেকে। কৃষকজাতির ভেতর জন্মেছিল লেখক আহমদ ছফা। আহমদ ছফা তার জন্ম নিয়ে বলেছিলেন, ‘আমি নিজে জাত চাষা। অনেকে চাষার ছেলে আসল পরিচয় দেয় না। তাদেরকে মনে করে জঞ্জাল। আমি মনে করি না। আমি দারিদ্র্যকে আমার অলঙ্কার মনে করি’।

বিচিত্র আর জটিলতায় আচ্ছন্ন একটি সময়ে আহমদ ছফার জন্ম। দেশ পরাধীনতার নিগড়ে বন্দি হতে চলেছে ব্রিটিশ শাসনের কারসাজিতে। সেইসময় বাংলার প্রতি চলছে নানা ষড়যন্ত্র, অন্যদিকে তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঝঞ্জাট এক অরাজকতা। যুদ্ধের প্রভাবে বাংলা প্রদেশে মৃত্যুবরণ করে লাখেরও অধিক মানুষ। এমতাবস্থায় সর্বভারতীয় রাজনৈতিক ও সমাজজীবনে হিন্দু-মুসলমানদের জাতিগত প্রশ্ন এবং সেই সংক্রান্ত বিরোধ ও সংঘাত বড় হয়ে দেখা দেয়। রামমোহন-মধুসূদন-রবীন্দ্রনাথের পরে কাজী নজরুল ইসলামের যুগও তখন প্রায় শেষের দিক, ঠিক সেই সময়ে জন্মলাভ করেন আহমদ ছফা। তারপর পরই আসে বিংশ শতাব্দীর রাজনৈতিক নানান পটপরিবর্তন। পূর্ব-বাংলার রাজনৈতিক সামাজিক জীবনে সেইসময় বেশকিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। আর সেইসব ঘটনার মধ্য দিয়ে আহমদ ছফা শিক্ষা গ্রহণ করেন ও গঠন করেন চিত্তবোধ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়