শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১২:৩৮

অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪ প্রাপ্ত বই

প্রকাশিত হয়েছে মুহাম্মদ ফরিদ হাসানের ‘চিত্রকলার জগৎ'

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে মুহাম্মদ ফরিদ হাসানের ‘চিত্রকলার জগৎ'

সম্প্রতি প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের প্রবন্ধগ্রন্থ ‘চিত্রকলার জগৎ’। এ বইটি প্রবন্ধ শাখায় অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪ লাভ করেছে। বইটির প্রকাশক অনুপ্রাণন প্রকাশন।

 

বইটি সম্পর্কে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, চিত্রকলার প্রতি আমার আগ্রহ বহুদিনের। আমি শিল্পবোদ্ধা নই, ভালোবাসা থেকে চিত্রকলা নিয়ে লিখি ও পড়ি। কোনো এক্সিবিশন হলে আগ্রহ নিয়ে দেখতে যাই। এ গ্রন্থে চিত্রকলা বিষয়ক ১৩টি প্রবন্ধ রয়েছে।

 

তিনি আরও বলেন, প্রবন্ধগুলোতে আমি শিল্প ও শিল্পীর নানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। এ গ্রন্থে যেমন রয়েছে ভ্যান গঘ, সালভাদর দালি, পিকাসোর মতো বহুল পরিচিত ও প্রতিষ্ঠিত শিল্পীরা, তেমনি রয়েছে বাংলার চিত্রশিল্পীদের নিয়ে আলোচনা। পাশাপাশি শিল্পীর দায়, বন্ধুত্ব, দ্বন্দ্ব, সংগ্রাম, প্রতিবাদসহ নানা বিষয় ধারণ করে আছে গ্রন্থটি। আশা করি, লেখাগুলো পাঠকদের ভালো লাগবে।

 

বইটি প্রসঙ্গে শান্তিনিকেতনের লেখক ও গবেষক স্বাতী ঘোষ বলেছেন, মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করেছেন। প্রবন্ধ সংকলনে প্রবন্ধের নির্বাচন এবং বিন্যাস দুইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বাস করি তার এই বইটি বহু পাঠকের মনে চিত্রকলার বিপুল সমারোহ বিষয়ে উৎসাহী করে তুলবে।

 

‘চিত্রকলার জগৎ’ বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। প্রকাশকাল নভেম্বর ২০২৪। মূল্য ৩০০ টাকা। বইটি অনুপ্রাণন ডটকম থেকে কেনা যাবে। কুরিয়ারে পেতে যোগাযোগ : ০১৭৬৬-৬৮৪৪৩৬।

 

উল্লেখ্য, মুহাম্মদ ফরিদ হাসান সচেতনভাবে একযুগের বেশি সময় সাহিত্য চর্চায় নিবেদিত আছেন। ভারত ও বাংলাদেশ মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থ ২৮টি। ছোটকাগজ ও জাতীয় পত্রিকায় প্রকাশিত লেখা চার শতাধিক। তার উল্লেখযোগ্য গ্রন্থÑ‘মিথ্যুক আবশ্যক’ (কাব্যগ্রন্থ), ‘অন্য শহরের গল্প’ (গল্পগ্রন্থ), ‘সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ’ (প্রবন্ধগ্রন্থ), ‘চিত্রকলার জগৎ’ (প্রবন্ধগ্রন্থ), ‘রবীন্দ্রনাথ ও চঁাদপুরের মানুষেরা’ (গবেষণাগ্রন্থ), ‘শতবর্ষে চা শ্রমিক আন্দোলন : ডেডলাইন ২০ মে ১৯২১’ (গবেষণাগ্রন্থ), ‘বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন’, ‘যাপনে উদ্যাপনে ইলিশ’ (সম্পাদিত গ্রন্থ) ইত্যাদি। সম্পাদিত ছোটকাগজ ‘বঁাক’ এবং ‘মৃত্তিকা’। ২০২৪ সালের অক্টোবরে ‘রবীন্দ্রনাথ ও চঁাদপুরের মানুষেরা’ এবং ‘শতবর্ষে চা শ্রমিক আন্দোলন : ডেডলাইন ২০ মে ১৯২১’ গ্রন্থ দুটির ভারতীয় সংস্করণ প্রকাশিত হয়। তিনি সেন্টার ফর হিস্ট্রি অ্যান্ড কালচারাল রিসার্চ-এর প্রতিষ্ঠাতা এবং কলকাতার পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ-এর আজীবন সদস্য। পেশাগত জীবনে একযুগ ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। বর্তমানে দৈনিক শপথ-এর নির্বাহী সম্পাদক। সাহিত্য চর্চার জন্যে তিনি ‘চঁাদপুর সাহিত্য একাডেমি পুরস্কার-২০১৪’, ‘দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার-২০১৭’, ‘ছায়াবাণী কৃতী লেখক সম্মাননা-২০১৮’, ‘চঁাদপুর কণ্ঠ লেখক সম্মাননা-২০২৪’, হাজীগঞ্জ ফোরাম সাহিত্য সম্মাননা-২০২৪’, মুন্সীগঞ্জ লেখক পরিষদ গুণীজন সম্মাননা-২০২৪’, এবং ‘অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪’ লাভ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়