শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ০০:০০

আমন ধান চাষাবাদে কৃষকের করণীয়

আমন ধান চাষাবাদে কৃষকের করণীয়
কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥

কৃষকগণ যদি সরিষা, আগাম আলু ও আগাম সবজির চাষ করতে চায় তবে স্বল্প জীবনকালীন (Short duration) আমন ধানের জাত নির্বাচন করুন-----

যেমন ব্রি ধান-৭১ (১১৪ দিন-লম্বা মোটা),

ব্রি ধান-৭৫ (১১২ দিন-মাঝারি মোটা),

ব্রি ধান-৮৭ (১২৫-১২৭ দিন-লম্বা চিকন),

বিনা ধান-৭ (১১০-১২০ দিন-লম্বা চিকন),

বিনা ধান-১৭ (১১২-১১৮ দিন-লম্বা চিকন),

এরাইজ এজেড-৭০০৬ (১২০-১২৫ দিন-মোটা),

ধানী গোল্ড (১২৫-১৩০ দিন-চিকন),

হীরা-১০ (১১০ দিন-মাঝারি মোটা)।

যে সব জমি নিচু ও জলাবদ্ধ হয় তথা পানি জমে থাকে সেসব জমির জন্য ব্রি ধান-৫১ (১৪২-১৫৪ দিন), ব্রি ধান-৫২ (১৪৫-১৫৫ দিন) [এরাইজ এজেড-৭০০৬ নির্বাচন করা যেতে পারে] নির্বাচন করুন। স্বর্ণা ধানের পরিবর্তে ব্রিধান-৯৩ (১৩৪ দিন-মাঝারি মোটা), ব্রি ধান-৯৪ (১৩৪ দিন-মাঝারি মোটা), ব্রিধান-৯৫ (১২৫ দিন-মাঝারি মোটা) নির্বাচন করুন।

বীজ বপন সময় : আগাম জাত : ২০-২৫ দিন বয়সের চারা। অন্যান্য জাত : ২৫-৩০ দিনের বয়সের চারা রোপণের চিন্তা হিসেব করে সঠিক সময়ে বীজ বপন করুন। বীজ শোধনে করণীয় : বীজের জীবাণু ধ্বংস করে বীজকে বিশুদ্ধ করুন।

১ লিটার পানিতে ৩ গ্রাম কার্বোডাজিম গ্রুপের ছত্রাকনাশক (অটোস্টিন, নোইন, কাজিম, গোল্ডাজিম...) মিশিয়ে ১ কেজি বীজ বিশুদ্ধ তথা শোধন করুন।

আদর্শ বীজতলা : ৩ মিটার লম্বা (দৈর্ঘ্য) এবং ১ মিটার প্রস্থ মাপের বীজতলা তৈরি করুন।

চারার বয়স : আগাম জাতের চারা ২০-২৫ দিনের মধ্যে রোপণ করুন।

ব্রি ধান-৭৫-এর চারা যথাসম্ভব ১৫-১৮/২০ দিনের রোপণ করতে পারলে আশানুরূপ ফলন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যান্য জাতের ক্ষেত্রে ২৫-৩০ দিনের চারা রোপণ করুন, যেনো এর বেশি দেরি না হয়।

লাইনে রোপণ : লাইন থেকে লাইন-৮, চারা থেকে চারা-৮ ইঞ্চি দূরত্ব করে চারা রোপণ করুন। সকল পরামর্শের জন্য নিকটবর্তী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা ইউনিয়ন পরিষদের কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়