প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চবিতে চাঁদপুর জেলা স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের বৃক্ষ বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
|আরো খবর
'প্লাস্টিক দিন, গাছ নিন' স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মাঝে ফলদ, বনজ, ঔষধি এবং ফুলের গাছ বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি ইলিয়াস বলেন, আমরা প্লাস্টিকের ব্যবহার কমাতে এই উদ্যোগ নিয়েছি। সেই সাথে বৃক্ষরোপণে উৎসাহিত করতে আমরা ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ’ এই কর্মসূচি হাতে নেই।
ডিসিকে/এমজেডএইচ