রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ১৮:৩৭

ফরাক্কাবাদ ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী‌দের দোয়া ও মিলাদ

স্টাফ রিপোর্টার
ফরাক্কাবাদ ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী‌দের দোয়া ও মিলাদ

চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থী‌দের দোয়া ও মিলাদ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ৬ নভেম্বর শ‌নিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গ‌ণে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরক্কাবাদ ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী সৈয়দ আহমেদ পাটোয়ারী।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন পাটোয়ারী পরিচালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য রুহুল আমিন মিয়াজী। দাখিল পরিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের ভালো ফলাফল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ এএসএম ইউসুফ মিজি।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. রফিক উল্লাহ পাটোয়ারিসহ মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। এবছর ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার থেকে ৫০জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়