রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ১১:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটে ৮৩% ফেল!

অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটে ৮৩% ফেল!

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে অংশ নেওয়া ৮৩.১১ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। করোনায় বিপর্যস্ত শিক্ষাব্যবস্থায় অটোপাশ পাওয়া এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের পড়ালেখার মান কতটা নিম্নমুখী হয়েছে তার দৃশ্য ফুটে ওঠে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে।

গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন মাত্র ৭০১২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। 'খ' ইউনিটে সারাদেশে প্রথম হয়েছেন ঢাকার দারুন্রাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ছাত্র মোঃ জাকারিয়া। মূল পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮০ দশমিক ৫০। মোট নম্বর ১০০ দশমিক ৫০।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়