প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২১:৩৩
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদের উদ্বোধন উপলক্ষে অ্যালামনাই ফাউন্ডেশনের মতবিনিময়

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন মসজিদের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকালে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের হলরুমে ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. আব্দুল গফুরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ তালুকদার রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, মসজিদ কমিটির সভাপতি ও সরকারের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন রতন, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম কাঞ্চন, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর রিয়াজুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক আল-আমিন খান, আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন মোল্লা, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য আপেল মাহমুদ খান, মিজানুর রহমান, আব্দুল জলিল মোকিত, জহিরুল ইসলাম প্রমুখ।
|আরো খবর
সভায় বক্তারা বলেন, প্রাক্তন ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে নানামুখি উন্নয়ন এবং সর্বোপরি অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করা। আমরা অনেক ঝড়-ঝাপটা অতিক্রম করে এই মসজিদটি তৈরি করতে সমর্থ হয়েছি। আগামীতে আমরা একটি অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা রয়েছে। তবে এজন্যে আমাদের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। আমাদের তথা অ্যালামনাই ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে কোনো রাজনীতি যেনো প্রবেশ না করে।
আলোচনা শেষে ফাউন্ডেশনের সদস্যসহ সর্বস্তরের লোকজন নতুন মসজিদে জুমার নামাজ আদায় করেন।