শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০

শতবর্ষ পেরিয়ে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে যে কয়েকটি শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে অন্যতম চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। ১৯১৮ সালে স্কুল শাখার কার্যক্রম শুরু করার মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। কলেজ শাখার কার্যক্রম শুরু হয় ১৯৯৪ সালে। স্কুলের প্রথম প্রধান শিক্ষক রোহিনী নাথ রায়। প্রথম অধ্যক্ষ ছিলেন মুজিবুর রহমান (ভারপ্রাপ্ত)।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এখানে বর্তমানে ২ হাজার ৪শ’ ৩১ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ২৮ জন শিক্ষক তাদের পাঠদান করাচ্ছেন। বর্তমানে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন শাহ মোঃ মকবুল আহমেদ। গভর্নিং বডির সভাপতি হিসেবে রয়েছেন ডাঃ হারুন অর রশিদ সাগর।

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ফলাফল অনেক ভালো। স্থানীয়রা জানান, ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের অক্লান্ত চেষ্টায় সন্তোষজনক ফলাফল অর্জন অব্যাহত রয়েছে। জানা যায়, জেএসসি পরীক্ষায় ২০১৭ সালের ৯১.১৯ ভাগ, ২০১৮ সালে ৯৮.৯৪ ভাগ ও ২০১৯ সালে ৯৮.১৪ ভাগ শিক্ষার্থী পাস করেছে। এসএসসির ফলাফলও সন্তোষজনক। এসএসসি পরীক্ষায় ২০১৮ সালে ৮৩.২৪ ভাগ, ২০১৯ সালে ৯৪.৪৮ ভাগ ও ২০২০ সালে ৯৭.৩২ ভাগ শিক্ষার্থী পাস করেছে। এইচএসসি পরীক্ষায় ২০১৮ সালে ৬৮.৭৭ ভাগ, ২০১৯ সালে ৯০.৯৪ ভাগ, ২০২০ সালে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষার্থীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় উত্তরোত্তর সব পরীক্ষার ফলাফলই ভালো হচ্ছে বলে শিক্ষকরা জানান।

শিক্ষকরা জানান, প্রতিষ্ঠানটি গুরুত্বসহকারে সহ-পাঠক্রমিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এখানকার শিক্ষার্থীরা স্কাউটে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়া প্রতিবছর তারা বিজ্ঞানমেলায় উপজেলা পর্যায়ে স্থান অর্জন করে। বার্ষিক শীতকালীন ও গ্রীষ্মলীন আন্তঃস্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় উপজেল ও জেলা পর্যায়ে স্থান অর্জন করেছে এখানকার শিক্ষার্থীরা।

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সমস্যা সম্পর্কে জানতে চাইলে কলেজসূত্রে জানানো হয়, এ প্রতিষ্ঠানে অনুষ্ঠান পরিচালনার জন্য বড় কোনো অডিটোরিয়াম নেই। পর্যাপ্ত বই ও উপকরণ থাকা সত্ত্বেও লাইব্রেরি কক্ষ নেই। যন্ত্রপাতি থাকা সত্ত্বেও বর্তমানে বিজ্ঞানাগার নেই। অধ্যক্ষ কক্ষ, শিক্ষক মিলনায়তন, অফিস কক্ষ পুরাতন ভবনে অবস্থিত, যা ঝঁকিপূর্ণ। শিক্ষার্থীদের কমনরুমও নেই। নতুন ভবন এসব সমস্যার সমাধান হবে। আর তখন শিক্ষার আদর্শ পরিবেশ আরও বেশি নিশ্চিত হবে। শিক্ষকরা বলেন, উল্লিখিত সমস্যাগুলো দূর হলে প্রতিষ্ঠানটি সারাদেশে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে।

কথা হয় চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ মোঃ মকবুল আহমদের সঙ্গে। তিনি বলেন, এ প্রতিষ্ঠানের লেখাপড়া, শৃঙ্খলাবোধ, নিয়মকানুন সন্তোষজনক। আমি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হয়ে নিজেকে ধন্য মনে করি। কিছু প্রতিকূলতা স্বত্ত্বেও এ প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শতবর্ষী এ প্রতিষ্ঠানে যেসব সমস্যা রয়েছে তা সমাধানের জন্যে সবাই মিলে চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়