প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২
রামদাসেরবাগ আলিম মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন
শিক্ষার মানোন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে
-----অ্যাড. নাহিদুল ইসলাম নাহিদ

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ সিনিয়র আলিম মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন, নূরানী শাখার শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান মানে একটি এলাকার মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার মাধ্যম। আর সেটি যদি হয় মাদ্রাসা, তার মানে আমাদেরকে দ্বীনের পথে এগিয়ে যাওয়ার জন্যে পথ দেখানো। এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী, তাই প্রতিষ্ঠানটিকে ভালোভাবে পরিচালনা করতে এলাকাবাসী এগিয়ে আসতে হবে। আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন। আর এই মানোন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। পাশপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নও প্রয়োজন। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। তারই অংশ চারতলা বিশিষ্ট ভবনের একতলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন।
মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী অর্নব দাস, উপসহকারী প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি মো. ফারুক খান, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম খান।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা তাজুল ইসলাম খান, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবলু শেখ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত নয়ন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু তাহের খান, সমাজসেবক মো. মাহফুজুর রহমান শেখ ।আলোচনা শেষে মাদ্রাসার নূরানী শাখার অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন তারা। পরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।