প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:০০
মতলব সরকারি কলেজে ওরিয়েন্টেশন

র্ণাঢ্য আয়োজনে মতলবের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মতলব সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের জন্যে বিশেষ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
|আরো খবর
কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক আইনুন্নাহার কাদরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মেদ। বক্তব্য রাখেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, মো. মিজানুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. ইসমাইল মিয়া, ইসরাত পারভীন, প্রভাষক বিপুল সাহা ও প্রদর্শক (কম্পিউটার অপারেশন) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফয়সাল খন্দকার, নাজমুল ইসলাম শাওন, তামজীদ আহমেদ ও মো. জাহিদুল ইসলাম হৃদয়। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শশী কুমার পাল ও মুশফিকা শশী।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং সুশৃঙ্খলভাবে পাঠদান করেন। তোমরা যদি কলেজের নিয়ম ও শৃঙ্খলা মেনে চলো এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করো, তবে সফলতা তোমাদের আসবেই। তিনি আরো বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি সর্বদা তোমাদের পাশে আছি, কোনো সমস্যা হলেই আমাকে মৌখিকভাবে জানাবে।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।