প্রকাশ : ১৯ মে ২০২৫, ২১:২৩
পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মুন্সী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

এইচএসসি ২০২৫ সালের পরীক্ষা কেন্দ্র মতলব সরকারি কলেজ থেকে নারায়ণপুর কলেজ কেন্দ্রে স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মুন্সী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীরা। তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই কেন্দ্রটির পরিবর্তন চায়।
|আরো খবর
সোমবার (১৯ মে ২০২৫) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এবং সড়কে শিক্ষার্থীরা মতলব থেকে এসে এই মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।
এ সময় তাদের সাথে অধ্যক্ষ জসীমউদ্দীনসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।মুন্সী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থী হাছিব, ফরহাদ, রিপন ও স্বাধীন জানান, তাদের কলেজটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অবস্থিত। মুন্সী আজিম উদ্দিন কলেজ হতে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ১১৫ জন। তার মধ্যে ছাত্রী ৬৩ জন ও ছাত্র ৩২ জন। আমাদের অধিকাংশ শিক্ষার্থী গরিব, কৃষক, দিনমজুর অসহায় জনগোষ্ঠীর সন্তান। আমাদের কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র ৫ কিলোমিটার দূরে মতলব দক্ষিণে মতলব সরকারি কলেজ কেন্দ্রে ছিল। অথচ এবার পরীক্ষা কেন্দ্র মতলব সরকারি কলেজ হতে আরো ১ কিলোমিটার দূরে নারায়ণপুর ডিগ্রি কলেজে স্থানান্তর করা হয়। অনেক শিক্ষার্থীর বাড়ি কলেজ থেকে ৫/৭ কিলোমিটার দূরে। সব মিলিয়ে নারায়ণপুর কেন্দ্রের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। এ দূরের পথ অতিক্রম করতে ৩/৪ বার গাড়ি পরিবর্তন করতে হয়। পরীক্ষার সময় পুরোপুরি বর্ষাকাল ও অনবরত বৃষ্টির সময় গ্রামীণ এলাকায় যাতায়াত খুব কষ্টকর। অধিকাংশ নারী শিক্ষার্থীর পক্ষে এতো দূরত্বের পথ অতিক্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়। অথচ মুন্সী আজিম উদ্দিন কলেজের ৫ কিলোমিটারের মধ্যে ২টি পরীক্ষা কেন্দ্র মতলব সরকারি কলেজ ও রয়মনেননেছা ডিগ্রি কলেজ। আমরা মুন্সী আজিম উদ্দিন কলেজের উচ্চ মাধ্যামিক পরীক্ষা ২০২৫-এর কেন্দ্র পূর্বের ন্যায় মতলব রেখে গরিব- কৃষক-দিনমজুর অসহায় জনগোষ্ঠীর সন্তানদের প্রতি সুবিবেচনা করার জন্যে জেলা প্রশাসকের নিকট আবেদন করছি।