মঙ্গলবার, ২০ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৯ মে ২০২৫, ২১:২৩

পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মুন্সী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মুন্সী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি
চাঁদপুর ডিসি অফিসের সামনে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মতলব উত্তরের মুন্সী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

এইচএসসি ২০২৫ সালের পরীক্ষা কেন্দ্র মতলব সরকারি কলেজ থেকে নারায়ণপুর কলেজ কেন্দ্রে স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মুন্সী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীরা। তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই কেন্দ্রটির পরিবর্তন চায়।

সোমবার (১৯ মে ২০২৫) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এবং সড়কে শিক্ষার্থীরা মতলব থেকে এসে এই মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।

এ সময় তাদের সাথে অধ্যক্ষ জসীমউদ্দীনসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মুন্সী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থী হাছিব, ফরহাদ, রিপন ও স্বাধীন জানান, তাদের কলেজটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অবস্থিত। মুন্সী আজিম উদ্দিন কলেজ হতে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ১১৫ জন। তার মধ্যে ছাত্রী ৬৩ জন ও ছাত্র ৩২ জন। আমাদের অধিকাংশ শিক্ষার্থী গরিব, কৃষক, দিনমজুর অসহায় জনগোষ্ঠীর সন্তান। আমাদের কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র ৫ কিলোমিটার দূরে মতলব দক্ষিণে মতলব সরকারি কলেজ কেন্দ্রে ছিল। অথচ এবার পরীক্ষা কেন্দ্র মতলব সরকারি কলেজ হতে আরো ১ কিলোমিটার দূরে নারায়ণপুর ডিগ্রি কলেজে স্থানান্তর করা হয়। অনেক শিক্ষার্থীর বাড়ি কলেজ থেকে ৫/৭ কিলোমিটার দূরে। সব মিলিয়ে নারায়ণপুর কেন্দ্রের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। এ দূরের পথ অতিক্রম করতে ৩/৪ বার গাড়ি পরিবর্তন করতে হয়। পরীক্ষার সময় পুরোপুরি বর্ষাকাল ও অনবরত বৃষ্টির সময় গ্রামীণ এলাকায় যাতায়াত খুব কষ্টকর। অধিকাংশ নারী শিক্ষার্থীর পক্ষে এতো দূরত্বের পথ অতিক্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়। অথচ মুন্সী আজিম উদ্দিন কলেজের ৫ কিলোমিটারের মধ্যে ২টি পরীক্ষা কেন্দ্র মতলব সরকারি কলেজ ও রয়মনেননেছা ডিগ্রি কলেজ। আমরা মুন্সী আজিম উদ্দিন কলেজের উচ্চ মাধ্যামিক পরীক্ষা ২০২৫-এর কেন্দ্র পূর্বের ন্যায় মতলব রেখে গরিব- কৃষক-দিনমজুর অসহায় জনগোষ্ঠীর সন্তানদের প্রতি সুবিবেচনা করার জন্যে জেলা প্রশাসকের নিকট আবেদন করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়