শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৬

আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও নবীনবরণ

বাদল মজুমদার
আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও নবীনবরণ

চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও নবীনবরণ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম ও সহকারী শিক্ষক ইমরান সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দীন।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই আমি পৌরসভার বিদ্যালয়গুলোতে সভাপতির দায়িত্ব পালন করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের যেসব সমস্যার বিষয় তুলে ধরেছেন, তার জন্য বলবো- এসব বিষয়ে নিয়ম কানুন আছে, যাচাই বাছাই করে দেখবো। যদি মনে করা হয় আপনার বিদ্যালয়ে তার প্রয়োজন আছে তবেই আমরা বিবেচনা করবো। বিদ্যালয়ের সভাপতি বলে বিদ্যালয়ের উন্নয়ন করবো তা আমাদের সুযোগ নেই। প্রাইমারি এবং হাই স্কুল সবগুলোকে আমাকে দেখভাল করতে হয়। হ্যাঁ এ বিদ্যালয় অনেকদিন ধরেই অবহেলিত এবং সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। আমরা বিষয়টি দেখবো। এই বিদ্যালয়ে বড় ভবন রয়েছে, সেখানে ছাত্র-ছাত্রীর সংকুলান হওয়ার কথা। অনেক বিদ্যালয়ে ভবন নেই। আমাদের সময় শিক্ষার্থীরা মাটিতে বসে টিনের ঘরে পড়ালেখা করে অনেক ভালো জায়গায় তাদের অবস্থানে রয়েছে। ভবন দিয়ে উন্নয়ন করাই আমাদের লক্ষ্য নয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার একটা বার্তা হলো- তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। তোমরা এ বিদ্যালয়ের মান উন্নয়ন করবে। অভিভাবকরা বিদ্যালয়ে আসবেন। আপনার সন্তানরা সঠিকভাবে বিদ্যালয়ে আসে কিনা এবং শিক্ষকরা সঠিকভাবে পাঠদান করাচ্ছে কিনা তার খোঁজ নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সামছুল আলম সূর্যসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ। সব শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়