শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮

আদর্শ একাডেমী ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে বিবেচনা করলে সকলেই উপকৃত হবে

-----জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রবীর চক্রবর্তী
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে বিবেচনা করলে সকলেই উপকৃত হবে

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, শিক্ষকদের শুধু লেখাপড়া করানোতেই দায়িত্ব শেষ নয়। কারণ, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষার বাইরেও অনেক কিছু শেখাবার আছে। শিষ্টাচার, আদব-কায়দা এবং সর্বোপরি দেশপ্রেমে উদ্বুব্ধ করা একটি বড়ো দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশকে আমরা এমন একটি প্রজন্মের কাছে রেখে যেতে চাই, যারা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষমতা অর্জন করবে। এছাড়া আমাদের সবার উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখা। শিক্ষক এবং ম্যানেজিং কমিটির প্রচেষ্টা থাকতে হবে, কোনো প্রতিষ্ঠানকে কেউ যেনো রাজনৈতিক মেরুকরণের সংজ্ঞায় না ফেলতে পারে। কারণ, রাজনীতির ঊর্ধ্বে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান ভালো থাকবে, সকলেই উপকৃত হবে। আদর্শ একাডেমি গত ১৬ বছরে অবকাঠামোগত উন্নয়ন বঞ্চিত হয়েছে এই কারণেই, যা আপনারাই দেখেছেন।

জেলা প্রশাসক বলেন, আমাদের নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। যেনো এরা সমাজের প্রতি প্রতিশ্রুতিশীল হয়। শুধু ভালো ফলাফল দিয়ে আমরা ভালো নাগরিক প্রত্যাশা করতে পারি না। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) আদর্শ একাডেমী ফরিদগঞ্জের মেধা বৃত্তি ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের শাসনকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না। কো-কারিকুলার অ্যাকটিভিটিসগুলো ধরে রাখতে হবে। খেলাধুলার পরিবেশ উন্নত হলে সমাজে মাদক, ইভটিজার, কিশোর গ্যাং থাকতে পারে না। সর্বস্তরের জনগণের সহযোগিতা ব্যতীত অপরাধ দমনের কাজগুলো আমরা সুচারুভাবে করতে পারি না।

আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এআরএম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, জেলা জামায়াতের আমীর ও চাঁদপুর আল-আমিন সোসাইটির নির্বাহী সদস্য বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. ইউনুছ, সেক্রেটারী মো. সাখাওয়াত হোসেন, মজলিসে শূরা সদস্য শরীফ মো. আব্দুল কুদ্দুস মিয়া, পৌর জামায়াতের আমীর মো. মিজানুর রহমান, সেক্রেটারী ইমরান হোসাইন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়