প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩
আল আমিন মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মেধাবীরা কখনো পিছিয়ে থাকে না .... অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মুহাম্মদ সালেহ
চাঁদপুর পৌরসভার বঙ্গবন্ধু সড়কস্থ উত্তর গুনরাজদিতে আল আমিন মাদরাসার
|আরো খবর
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.জ.ম. বিলাল হোসাইনের সভাপতিত্বে ও আল আমিন মাদরাসার সিনিয়র শিক্ষক শরীফ আহমেদ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সদস্য নাসির উদ্দিন ও আল আমিন এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজী।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সিনিয়র শিক্ষক মো. জাহিদুল ইসলাম, সদস্য সচিব সিনিয়র শিক্ষক মাওলানা রিয়াদ হোসাইন, সদস্য মাওলানা হাফেজ আবু নোমান, সাখাওয়াত হোসাইন, শাহাবুদ্দিন, কাউসার পারভেজ, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাওলানা জায়েদ হোসেন ও মাওলানা আব্দুল হাকিম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।