প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৯:৩০
ফলাফলের শীর্ষে আলগী বাজার মাদ্রাসা
হাইমচরে এইচএসসি'র অসন্তোষজনক ও আলিমের সন্তোষজনক ফলাফল
সারাদেশের ন্যায় হাইমচরেও এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অসন্তোষজনক ফলাফল করেছে কলেজগুলো ও মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে মাদ্রাসাগুলো। গত বছরের তুলনায় এ বছর ফলাফলে অনেকটাই ভাল হয়েছে। আর কলেজের তুলনায় মাদরাসাগুলো ফলাফল অনেক ভালো করেছে। প্রকাশিত ফলাফলে জানা যায়, হাইমচরে ৩টি কলেজের ৫৩৩ জন শিক্ষার্থী কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩৫২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাসের হার ৬৬.০৪%। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। ৩টি মাদ্রাসার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৯৬.৮৮%। হাইমচর সরকারি কলেজের কারিগরি শাখায় এইচএসসি পরীক্ষায় ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৬৭ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৭৯.৭৬%। হাইমচর সরকারি কলেজ থেকে ব্যবসা শাখার ১৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৭৩ জন। মানবিক শাখায় ২৩৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান শাখায় ৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭৫ জনই কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১জন। কলেজে মোট পাসের হার ৬৪.৬৭%। এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১২ জন পাস করেছে। পাসের হার ৬৩.১৬%। মোয়াজ্জেম হোসেন স্কুল এন্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭ জনই পাস করেছে। মানবিক শাখা থেকে ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৭৬.৫৬%। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসার ২৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ জন। পাসের হার ৯৬ %। আলগী বাজার আলিম মাদ্রাসায় ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৫ জন পাস করেছে। পাসের হার ৯৬.৪৯ %। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। কাটাখালী হামিদিয়া মাদরাসার ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ জন। পাসের হার শতভাগ ।