সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ১৯:৩৫

ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি সম্পন্ন

শামীম হাসান
ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি সম্পন্ন

ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপিঠ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের ৬ষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

২৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে অত্র বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত লটারির মাধ্যমে সরকারি নিয়মানুযায়ী ১২০ জন শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত ১২০ জনের বাহিরে ওয়েটিং শিক্ষার্থী হিসেবে ১০ জন শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত ১২০ জন শিক্ষার্থীর মধ্যে কোন শিক্ষার্থী ভর্তি না হলে খালি সিট হিসে ওয়েটিংয়ে থাকা শিক্ষার্থীদের বিবেচনা করা হবে।

২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ায় ১২০ জন সিটের বিপরীতে ২৬৫ জন শিক্ষার্থী ভর্তি ফরম তুলেছেন। আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে ১২০ সিটের মধ্যে ৬০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয় ৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীন কাজল এর পরিচালনায় লটারি প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আজিজুন্নাহার, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আল মামুন ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর থেকে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র এবং ছাত্রীদের আলাদা শাখা ভিত্তিক শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু হবে। বিদ্যালয়ে দুটি আলাদা ভবন ছাত্র-ছাত্রীদের শ্রেণী পাঠদান কার্যক্রম চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়