প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস
চাঁদপুর পৌরসভা পরিচালিত নতুন বাজার এলাকায় অবস্থিত পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। চলতি বছরে ৩০ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ জনই পাস করছে। শহরের স্কুলগুলোর ফলাফলের মধ্যে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে এ বিদ্যালয়টি। এর মধ্যে এ প্লাস ১ জন, এ ৭ জন, এ মাইনাস ১৫ জন, বি ৫ জন, সি গ্রেডে ২ জন উত্তীর্ণ হয়েছে।
|আরো খবর
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক বলেন, পৌরসভা পরিচালিত বিদ্যালয়ে এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি আল্লাহ পাকের কাছে শোকরিয়া আদায় করেন এবং পৌরসভায় মেয়র ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জিল্লুর রহমান জুয়েল মহোদয়ের দিক নির্দেশনায় শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ফলাফল অব্যাহত রাখতে তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।