মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ১৬:২১

ফরিদগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

চাঁদপুরের ফরিদগঞ্জে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৬আগস্ট ) সকালে রূপসা উত্তর ইউনিয়নের হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে হাজী আব্দুল আহাদ জনকল্যান ট্রাস্ট্রের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নূরুল আমিন।

হাজী আব্দুল আহাদ কল্যান ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয়ের ব্যবস্তাপনা কমিটির সভাপতি হাজী আব্দুল আহাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের উপপরিচালক ড. মোঃ নূরুল আমিন চৌধুরী, চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, ফরিদগঞ্জ এআর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল মোতালেব।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির আহমেদ ও শামীম হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মাও. বাকি বিল্লাহ, অভিভাবক মোহাম্মদ হোসেন, রোটারীক্লাব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি মাকসুদুর রহমান।

আলোচনা শেষে আতিথিবৃন্দ জেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, উপজেলা পর্যায়ে প্রাথমিক পর্যায়ের বৃত্তিপ্রাপ্ত এবং হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসিতে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়