শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ মে ২০২২, ২২:০২

মতলবে দগরপুর উবির শিক্ষার্থীকে বেত্রাঘাত, শিক্ষা অফিসে অভিযোগ

মতলব ব্যুরো
মতলবে দগরপুর উবির শিক্ষার্থীকে বেত্রাঘাত,  শিক্ষা অফিসে অভিযোগ

মতলব দক্ষিণ উপজেলায় দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোঃ তৌসিফ হাছান (১২) কে বেত্রাঘাত করেছেন ঐ বিদ্যালয়ের সহকারী ধর্মীয় শিক্ষক মোঃ শাহাদাত হোসেন। এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম মিয়ার কাছে লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীর পিতা তপছিল হাসান।

শিক্ষার্থীর পিতা তপছিল হাছান জানান, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শাহাদাত হোসেন আমার ছেলেকে পূর্ব শত্রæতার জের ধরে বিনা অপরাধে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেছে। তার পিতা স্কুল ম্যানেজিং নির্বাচন ও বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম নিয়ে সোচ্ছারের হওয়ায় তার ছেলে মারধর করেছে বলে জানা যায়। পরে তাকে আমি মতলব সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে বাসায় নিয়ে যাই।

এছাড়াও উক্ত অভিযোগের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জকে দেয়া হয়েছে।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শাহাদাত হোসেন বলেন, মারধরের বিষয়টি সত্য নয়।

প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান বলেন, আগামীকাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্তে আসবেন। তখনই প্রমান হবে।

এই বিষয় মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আশ^াস দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়