শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫২

৪৬২ জনের মধ্যে ২২৩ জন পেয়েছে জিপিএ-৫

জেলার শীর্ষে চাঁদপুর সরকারি কলেজ

গোলাম মোস্তফা
জেলার  শীর্ষে চাঁদপুর সরকারি কলেজ

চাঁদপুর জেলার মোট ৬২ টি কলেজের মধ্যে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে জেলার শীর্ষ স্থানে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ।

জানাযায়, এবারের এইচএসসি পরীক্ষায় চাঁদপুর সরকারি কলেজ থেকে ৩ টি বিভাগে মোট ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে ১৫৬ জন পরীক্ষার্থী। এ বিভাগে সকল শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার শতভাগ আর জিপিএ৫ পেয়েছে ১৪৭ জন।

মানবিক বিভাগ থেকে ১৬৫ জন পরীক্ষার্থী অংশ ১৬৫ জনই পাশ করে পাশের হার শতভাগ এবং জিপিএ ৫ পেয়েছে ৫০ পরীক্ষার্থী,

ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪১ জন পরীক্ষার্থী, পাশ করেছে ১৩৯ জন। জিপিএ ৫ পেয়েছে ২৬ জন। পাশের হার ৯৮.৫৮ শতাংশ।

শুধু মাত্র ব্যবসা শিক্ষা শাখায় ২ জন পরীক্ষার্থী পেল করায় মোট অংশ গ্রহণকারী শিক্ষার্থী ফেল করায় পাশের হার ৯৯.৫৭ শতাংশ দাঁড়িয়েছে।

এক কথায় জেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজটি চলতি বছরের ঘোষিত ফলাফলে জেলার শীর্ষ অবস্থানে রয়েছেন। জেলার সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ।

জানাযায়, চাঁদপুর সরকারি কলেজের অতীত ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরন দাশের নেতৃত্বে সকল শিক্ষকবৃন্দের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে। আগামীতে আরো ভালো ফলাফলের আশায় রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়