বুধবার, ২৮ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৭ মে ২০২৫, ২১:২০

পশ্চিম সকদীতে সড়ক নির্মাণে অনিয়ম

সোহাঈদ খান জিয়া
পশ্চিম সকদীতে সড়ক নির্মাণে অনিয়ম

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম সকদী গ্রামে পাকা রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পশ্চিম সকদী গ্রামের পশ্চিম সকদী-বাঁশতলী-পশু ডাক্তার রেজ্জাকের বাড়ি সড়ক নির্মাণে অনিয়ম হচ্ছে। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার নিম্নমানের ইট ও সুরকি দিয়ে রাস্তা পাকাকরণের কাজ করছেন। কিছু কিছু ইটের সুরকি ব্যবহার করা হয়েছে, যা একেবারে নিম্নমানের। যা ব্যবহার করার কারণে অল্প সময়ের মধ্যে সড়ক নষ্ট হয়ে যাবে। সড়কের কোনো কোনো স্থানে পাশ ছোট করা হয়েছে। যে পরিমাণ পাশ থাকার নিয়ম সেই পরিমাণ রাখা হয়নি। যে পরিমাণে ইটের সুরকি ফেলার নিয়ম, তা না করে বালি বেশি ব্যবহার করে ইটের সুরকি কম দেয়া হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পাশ ছোট করা হয়েছে। নিম্নমানের ইট ও ইটের সুরকি ব্যবহার করা হয়েছে। এতে করে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাবে।

স্থানীয়রা জানান, কাজের ঠিকাদার সংশ্লিষ্টদের ম্যানেজ করে নিম্নমানের ইট ও ইটের সুরকি দিয়ে কাজ করে যাচ্ছে। যে সকল ইটের সুরকি রাস্তায় ফেলা হয়েছে তা ব্যবহারের অনুপযোগী। নিম্নমানের ইটের সুরকি দিয়ে কাজ করার ফলে অল্প সময়ের মধ্যে সড়ক নষ্ট হয়ে যাবে। কাজ দেখাশোনার জন্যে অফিস থেকে যে এসও এসেছেন, তিনি নিম্নমানের ইটের ব্যবহার ও রাস্তার পাশ কম করার বিষয়টি দেখেও কোনো ব্যবস্থা নেননি। কাজের ঠিকাদার এসওকে ম্যানেজ করে অনিয়ম করে নিম্নমানের কাজ করে যাচ্ছেন। নিম্নমানের কাজের বিষয়ে এলাকার লোকজন ঠিকাদারের লোকজনকে বললেও তারা কোনো কর্ণপাত করেননি।

এ ব্যাপারে এসও বলেন, নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে। নিয়মের বাইরে কাজ করা হয়নি। কাজের ঠিকাদার নান্টু বলেন, যে নিয়মে কাজ করার কথা সে নিয়মে কাজ করানো হচ্ছে। কাজের ফিনিশিংয়ের জন্যে কিছু খারাপ ইট ও কংক্রিট ব্যবহার করা হয়েছে। এটা কোনো সমস্যা না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়