শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:২৭

দুগ্ধ ঘাটতি মোকাবেলায় সমবায়ের মাধ্যমে উৎপাদনমুখি হতে হবে

...........সমবায় ডিজি মো. শরিফুল ইসলাম

প্রবীর চক্রবর্তী
দুগ্ধ ঘাটতি মোকাবেলায় সমবায়ের মাধ্যমে উৎপাদনমুখি হতে হবে

সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. শরিফুল ইসলাম বলেছেন, সমবায়ের মাধ্যমে দুগ্ধ খামারিদের একতাবদ্ধ করে প্রশিক্ষণ, ঋণ এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে দুগ্ধ উৎপাদনের ঘাটতি মেটাতে সরকার কাজ করে চলছে। এরই অংশ হিসেবে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। সারাদেশে ৫০টি উপজেলায় চলমান এই পাইলট প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ উপজেলাও রয়েছে। আপনারা এই ঋণ পাওয়ার মাধ্যমে গরু ক্রয় করে দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সফলতা দেখাতে পারলে আমরা এই খাতে বিপ্লব ঘটাতে সক্ষম হবো। আপনারা যারা খামারি রয়েছেন, তাদের প্রতি অনুরোধ, সমবায়ের মাধ্যমে আমরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি যাতে এদেশকে দারিদ্র্যমুক্ত করতে পারি, সেই চেষ্টা করবেন। তাই আমাদের দুগ্ধ ঘাটতি মোকাবেলায় সমবায়ের মাধ্যমে উৎপাদনমুখি হতে হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রায় দুগ্ধ ঘাটতি মোকাবেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদেরকে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগনে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ সমবায় অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ। এ সময় তিনি বলেন, আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা সমবায়ের মাধ্যমে এদেশে নতুন কিছু করতে চাচ্ছি। এই প্রকল্পের সাথে সমবায় মন্ত্রণালয় ছাড়াও প্রশাসন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এনজিও ব্র্যাকের মতো বড়ো এনজিও কাজ করবে। কারণ ও উদ্দেশ্য অভিন্ন। এই প্রকল্পকে যে কোনোভাবে সফল করতে হবে। আমাদের পাইলট প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ উপজেলায় গাজীপুর দুগ্ধ সমবায় সমিতি ও চান্দ্রা দুগ্ধ সমবায় সমিতির একশত সমবায়ীকে ঋণের টাকার সঠিক ব্যবহার করার জন্যে ইতোমধ্যেই প্রশিক্ষণ দেয়া হয়েছে। মনে রাখতে হবে, এই অর্থ আপনারা যত ভালভাবে ব্যবহার করতে পারবেন, তত আপনারা উপকৃত হবেন।

উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মাদ মুজিব উর রহমান খাঁন, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম, চান্দ্রা দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, গাজীপুর দুগ্ধ সমবায় সমিতির সভাপতি এস এম জসীম উদ্দীন মিন্টু, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক কামাল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়