প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ২২:১৯
মতলব উত্তরে তারেক রহমানের পক্ষে ইফতার বিতরণ
স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চাই না
--অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মতলব উত্তর উপজেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম। শুক্রবার (২১ মার্চ ২০২৫) তিনি উপজেলার বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করেন।
|আরো খবর
ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, অতীতের মতো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থায় পতিত স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চাই না। আমাদের বেশি বেশি ধৈর্য ধারণ, দায়িত্বশীল এবং উদার হতে হবে। সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলতে হবে। আওয়ামী ফ্যাসিস্টদের মতো আমরা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না। জোর করে ভোটও নেবো না। আমরা জনগণের ভালোবাসা নিয়ে ভোটে জয়লাভ করে নেতৃত্ব দিতে চাই। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক থাকতে হবে ।
তিনি আরো বলেন, আমাদের কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। বিএনপির কেউ চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সঙ্গে জড়াবেন না।
ছেংগারচর পৌর কার্যালয় প্রাঙ্গণে ইফতার বিতরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম, পৌর বিএনপির সদস্য কবির সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুবদল নেতা আনিসুর রহমান প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, ইউনিয়ন ও ওয়ার্ডসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশন:
ছবি : মতলব উত্তরে তারেক রহমানের পক্ষে ইফতার বিতরণ আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।