শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ২২:৩২

আল-আমীন হাসপাতাল

ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় সাড়ে ৩ লাখ টাকায় রফাদফা

গোলাম মোস্তফা
ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় সাড়ে ৩ লাখ টাকায় রফাদফা

চাঁদপুর শহরের নতুন বাজার উকিল পাড়ারস্হ আল আমীন হাসপাতালে ডাঃ শামসুন্নাহার তানিয়ার ভুল চিকিৎসায় মৃত নারীর পরিবারের সাথে ঐ রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সাড়ে ৩ লাখ টাকায় রফাদফা করা হয়েছে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের আখন্দের হাট এলাকার স্হানীয় কাপড় ব্যবসায়ী মনির হোসেনের স্ত্রী রাহিমা বেগম ডাঃ শামসুন্নাহার তানিয়ার নিয়মিত রোগী ছিলো। সেই সূত্রে তাঁর সিজারিয়ান অপারেশনের জন্য ডাক্তারের পরামর্শে শহরের আল-আমীন হাসপাতালে ভর্তি হলে ৯ অক্টোবর ডাক্তার শামসুন্নাহার তানিয়া উক্ত হাসপাতালে সিজারিয়ান অপারেশন করা অবস্থায় রোগীর মৃত্যু হলে রোগী অপারেশন থিয়েটারে রেখে হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনা জানিয়ে ডাক্তার তানিয়া ও ডাক্তার জাহাঙ্গীর দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

এ ঘটনায় রোগীর স্বজনরা জানার পর হাসপাতালে হামলা চালিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে। এক পর্যায়ে গভীর রাতে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক এক শীর্ষ নেতা, জেলা জামায়াতের শীর্ষ নেতা ও রোকন এবং নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও চাঁদপুরের কথিত এক সংবাদ কর্মীর উপস্থিতিতে রোগীর পরিবার আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, এমন শর্তে সাড়ে ৩ লাখ টাকার রফাদফা হলে গভীর রাতে মৃত্যু রোগীর লাশ হাসপাতাল থেকে নেওয়া হয়।

জানা যায়, উক্ত সাড়ে ৩ লাখ টাকার মধ্যে রোগীর পরিবার কে ৩ লাখ টাকা দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী, সমঝোতায় উপস্থিত শালিশ ও কথিত ঐ সাংবাদিককে দেওয়া হয়।

এ বিষয়ে ডাঃ শামসুন্নাহার তানিয়ার মোবাইলে যোগাযোগ করা হলে, তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়