প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪
শাহতলীতে চাকুরি দেয়ার নামে প্রতারণা
শাহতলীতে চাকুরি দেওয়ার নাম করে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক মোক্তার হোসেন। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারের সাবেক ব্যাংক রোডে বসবাসকারী মোঃ মোক্তার হোসেন। তার গ্রামের বাড়ি মতলবের ফতেহপুরে। শাহতলী বাজারে দীর্ঘদিন বসবাস করার সুবাদে সেখানকার মানুষের সাথে তার গভীর সম্পর্ক গড়ে উঠে। এমনকি সে ঠিকাদারি করাবস্থায় বিভিন্ন মানুষকে সরকারি চাকুরি দেয়ার নাম করে জন প্রতি সোয়া দুই লাখ, আড়াই লাখ টাকা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে চাকুরি দিতে না পারায় তার নিকট টাকা ফেরত চাইলে আজ না কাল বলে কালক্ষেপণ করে যাচ্ছে। এনিয়ে নিরীহ মানুষজন হতাশায় ভুগছেন।
|আরো খবর
একটি সূত্র জানায়, মোঃ মোক্তার হোসেনের শ্বশুর বাড়ি শাহতলী বাজারের নিকটে হামানকদ্দি গ্রামে। তাই কেউ ভয়ে মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, মোক্তার হোসেন এক সময় এক নেতার সাথে সাথে থাকতো। যার ফলে সে প্রভাব খাটিয়ে যেতে চলতো। কিন্তু নিরীহ মানুষগুলো বিভিন্নজনের নিকট হতে ধার ও কিস্তি উঠিয়ে চাকুরি জন্য টাকা দেয়। কিন্তু মোক্তার হোসেন চাকুরি দেয়াতো দূরের কথা টাকা নিয়ে ৫/৬ বছর ধরে টালবাহানা করে যাচ্ছে।
এনিয়ে একজন ভুক্তভোগী টাকা ফেরত পাওয়ার জন্য মোক্তার হোসেনের বিরুদ্ধে থানায় জিডি করে। এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।